ডিপিএলে নাম নেই মাশরাফির, যা বলছেন তিনি

প্রকাশিতঃ 12:01 am | May 31, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা মাশরাফি বিন মর্তুজা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাঁকে। সবশেষ বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে মাঠে নেমেছিলেন নড়াইল এক্সপ্রেস। এরপর দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে সাবেক টাইগার অধিনায়ক।

৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সব দল ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। পিএসএল বাদ দিয়ে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম আবাহনী লিমিটেডে, তামিম ইকবাল খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। দীর্ঘদিন পর জাতীয় দলের সব ক্রিকেটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। এতো ক্রিকেটারের ভিড়ে নেই একটি নাম, মাশরাফি বিন মুর্তজা।

গত বছর করোনার প্রকোপে প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক এ ওয়ানডে অধিনায়ক। এবার দল পুরোদমে অনুশীলন চালিয়ে গেলেও মাশরাফির দেখা নেই। মাশরাফির সঙ্গে যোগাযোগ করে জানা গেলো, পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও ফিটনেসে ঘাটতি থাকায় প্রিমিয়ার লিগের শুরু থেকে খেলবেন না তিনি। টুর্নামেন্টের শেষের দিকে গিয়ে খেলার কথা জানিয়েছেন দেশের সফলতম এই পেসার।

করোনায় বদলে গেছে অনেক কিছুই। আগে থেকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমে এসেছে। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজেনের বিষয়টি অনেক আগে ঘোষণা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। সুযোগ বুঝে অনেকটা হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ডকে। আর এ কারণেই প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি মাশরাফি।

মাশরাফি বলেন, আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম। তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই। বলা যায় অনেকটা হঠাৎ করেই জানতে পেরেছি, খেলা শুরু হচ্ছে। যা সময় পেয়েছি, প্রস্তুতির জন্য পর্যাপ্ত ছিল না। ব্যস্ততাও ছিল। প্রস্তুতি ছাড়া খেলার সিদ্ধান্ত নেয়া কঠিন।

জাতীয় সংসদ সদস্য ও অভিজ্ঞ এ ক্রিকেটার বলেন, জৈব সুরক্ষা বলয়ও একটি কারণ। ২০-২২ দিন হোটেলে সুরক্ষা বলয়ে থাকার মতো মানসিক অবস্থা আমার নেই। তাড়নাও কমেছে। লিগে ভালো করলে জাতীয় দলে সুযোগ থাকবে বা বিবেচনায় আসতে পারি, এমন হলেও চ্যালেঞ্জটা নেয়া যেত। পারফর্ম করার চেষ্টা করতাম। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেয়ার পরও জায়গা পাইনি। প্রিমিয়ার লিগে খুব ভালো করলেও ওইভাবে কিছু হবে না, লাভ নেই।

তবে টুর্নামেন্টের শেষের দিকে খেলার পরিকল্পনা আছে মাশরাফির। মাঝের এই সময়ে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর হবে সময়ই বলে দেবে।

কালের আলো/আরএস/এমএইচএস