চীনের বিমানবন্দরে ঢাবি শিক্ষকের মৃত্যু

প্রকাশিতঃ 4:43 pm | July 25, 2025

ঢাবি প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এতে বলা হয়, অধ্যাপক জাহাঙ্গীর আলম এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সম্মেলন শেষে দেশে ফেরার পথে বৃহস্পতিবার কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক জাহাঙ্গীর আলম ছিলেন নিরহংকার, সদালাপী ও সজ্জন মানুষ। তার মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারাল।”

কালের আলো/এমডিএইচ