শেষটা সুন্দর হলো না বাংলাদেশের

প্রকাশিতঃ 8:59 pm | May 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ম্যাচের আগের দিন আত্মবিশ্বাস নিয়েই মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, ৩-০ ব্যধানে সিরিজ জেতার লক্ষ্য তাদের। আপাতদৃষ্টিতে প্রথম দুই ম্যাচে সহজ জয় পাওয়ার পর, তৃতীয় ম্যাচের বাজির দরও বাংলাদেশের পক্ষেই ছিল। কিন্তু কাগজে-কলমের সব আলাপ মাঠের বাইরেই রাখল শ্রীলঙ্কা। দেশে ফেরার আগে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ল তারা।

বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি হাঁকান লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। সঙ্গে ধনঞ্জয় ডি সিলভার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। বিপরীতে দুশমন্ত চামিরার আগুনে বোলিংয়ের জবাবই খুঁজে পায়নি বাংলাদেশ। অতিথি ক্রিকেটারদের কাছে টাইগাররা ধরাশায়ী হলো ৯৭ রানে।

শ্রীলঙ্কার ৬ উইকেটে ২৮৬ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮৯ রানে।

ফলে শেষটা আর সুন্দর হলোনা টাইগারদের। বিশাল পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

কালের আলো/ডিএসবি/এমএম