বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

প্রকাশিতঃ 5:48 pm | May 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ উইকেটে ২৮৬ রান করেছে লঙ্কানরা। এরআগে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টির বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় তারা।

‘দুই জীবন’ পেয়ে এ বাঁহাতি ওপেনার খেলেন ১২০ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৯৯ বলে। শেষ পর্যন্ত ১২২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২০ রান করে শরিফুল ইসলামের বলে মাহমুদউল্লাহর দুর্দান্ত ক্যাচে আউট হয়ে সাজঘরে ফেরেন।

তার আগে দুটি ক্যাচ দিয়ে রক্ষা পান কুশল। ৭৯ রানে সাকিব আল হাসানের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন। ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকটি জীবন পান এ লঙ্কান। এবার মিডঅফে ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৪ উইকেট। এছাড়া শরিফুল নেন ১টি উইকেট।

কালের আলো/আরএস/এমএইচএস