দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে টাইগাররা
প্রকাশিতঃ 2:21 pm | May 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচ জিতে শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করাই টাইগারদের লক্ষ্য। এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক কুশল পেরেরা। ফলে এ ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার লিটন দাসের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। এছাড়া সাইফউদ্দিনের জায়গায় খেলবেন তাসকিন আহমেদ।
মাথায় আঘাত পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত চিকিৎসকের পরামর্শেই শেষ ওয়ানডের আগে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মোস্তাফজুর রহমান।
শ্রীলংকার একাদশ:
কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, রমেশ মেন্ডিস, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারান্তে, ভানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা।
কালের আলো/টিআরকে/এসআইএল