রিভার্স সুইপ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পাপন-মুশফিক
প্রকাশিতঃ 11:25 pm | May 27, 2021

স্পোর্টস সংবাদদাতা, কালের আলো:
রিভার্স সুইপ তাঁর প্রিয় শট। এই শট দিতে গিয়ে মাঠের বাইরেও গেছেন অনেক। কিন্তু প্রিয় বলে কথা, মুশফিকুর রহিম যেন ছাড়তেই পারেন না রিভার্স সুইপ।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে এই শট খেলতে গিয়ে সেঞ্চুরির কাছ থেকে ছিটকে পড়েন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন পাপন ও মুশফিক। প্রথম ম্যাচে রিভার্স সুইপ করে আউট হওয়ার পর বোর্ড সভাপতির সমালোচনার মুখে পড়েন মুশি। বিসিবি সভাপতি বলেন, খুবই বিশ্রী ছিলো, কোনো কারণই নাই এ সমস্ত শট খেলার ওই সময়টায়।
তবে গত ২৫ মে শেরে বাংলা স্টেডিয়ামে ১২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সেটির মোক্ষম জবাব শুধু ব্যাটেই দেননি, ম্যাচ শেষে খুলেছেন মুখও। জানালেন, রিভার্স সুইপ তার পছন্দের শট। শেষ ম্যাচেও সুযোগ পেলে একাধিকবার রিভার্স সুইপ করতে চান।
মুশফিকুর রহিম বলেন, রিভার্স সুইপ আমি মনে করি এটা আমার ওয়ান অফ মাই ফ্রেভারিট শট, ওয়ান অফ মাই গো টু শট। আমি মনে করি এ রকম সিচুয়েশন আসে নাই, আসলে আবার খেলবো। আমি বলতে চাই নেক্সট ওয়ান ডে বা র্থাড ওয়ান ডে-তে সুযোগ এলে আমি একটানা চার-পাঁচটা খেলবো (রিভার্স সুইপ)।
প্রথম ম্যাচে রিভার্স সুইপ খেলতে যেয়ে সেঞ্চুরি থেকে অল্প দূরে থাকা ক্যাচ দিয়ে আউট হন মিডল অর্ডার এ ব্যাটসম্যান। যেন তীরে এসে তরী ডুবলো।
তাই আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন তিনি। আর সেই আক্ষেপে ঘি ঢেলে দিলেন বোর্ড সভাপতি। প্রথম ম্যাচে জয়ের পর গণমাধ্যমে কোচ ইস্যুতে কথা বলার সময় মুশফিকের রিভার্স সুইপ নিয়ে সমালোচনা করেন বিসিবি বস।
সিরিজের দ্বিতীয় ম্যাচে দল যখন বিপদে তখন গুরুত্বপূর্ণ ১২৭ বলে ১২৫ রানের ম্যাচ সেরা ইনিংসে এ সমালোচনার জবাব দেয় মুশফিকের ব্যাট। তবে ইনিংসের ১১ বল শেষ করতে না পারার আক্ষেপও রয়েছে গেছে মুশফিকের।
মুশফিকুর রহিম বলেন, আমি খুব হতাশ যে ইনিংস শেষ করে আসতে পারিনি। আমি আউট হওয়ার সময় ১১ বল বাকি ছিল। এই ১১ বলে যদি ১০ বা ২০ রান করতে পারতাম, ম্যাচ ক্লোজ হয়ে গেলে তখন আমরা একটু এগিয়ে থাকতে পারতাম।
এদিকে সমালোচনার জবাবটা শুধু ব্যাটে দিয়েই ক্ষ্যান্ত হননি মিস্টার ডিপেন্ডেবল। পোস্ট ম্যাচে রিভার্স সুইপ খেলার ব্যাপারে নিজের অবস্থানের কথাও জানিয়ে দেন।
উইকেটের পেছনে থেকেও নিশ্চিত করেছেন দলের জয়। অভিষিক্ত শরিফুলের সাথে তার ব্যতিক্রমী এ উদযাপন নজর কেড়েছে ক্রীড়ামোদীদের।
কালের আলো/ডিএসকে/এমএম