এক উইকেট নিলেই দুই রেকর্ড গড়বেন সাকিব

প্রকাশিতঃ 10:48 pm | May 27, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডেতে) ২৬৯টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দুই উইকেট নিয়ে মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।

আর মাত্র ১ উইকেট নিলেই একসঙ্গে দুটি নতুন রেকর্ডের মালিক হবেন সাকিব। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে ১ উইকেট প্রয়োজন সাকিবের। মাশরাফি ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন।

এছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই নতুন দুটি রেকর্ডের মালিক হবেন সাকিব।

কালের আলো/টিআরকে/এসআইএল