তৃতীয় ওয়ানডে দলে ডাক পেলেন নাঈম

প্রকাশিতঃ 5:13 pm | May 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

টানা ব্যর্থতার পরও দলে টিকে গেছেন লিটন দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে আরেক জন ওপেনারকে যোগ করেছে বাংলাদেশ। ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ।

বুধবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাইমের অন্তর্ভুক্তির কথা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ওপেনিং ব্যাটার নাইম শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাঈম। কোনো ম্যাচ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। বাংলাদেশ সময় যা শুরু হবে দুপুর ১টায়।

কালের আলো/আরএস/এমএইচএস