আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা মুশফিক
প্রকাশিতঃ 4:46 pm | May 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান দখল করেছেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে ৮৭ বলে ৮৪, দ্বিতীয় ম্যাচে ১২৭ বলে ১২৫ রান। দুই ম্যাচেই ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান আছেন ফর্মের তুঙ্গে। যার প্রতিফলন এসেছে আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে।
এছাড়া এই দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকের রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট। এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।
অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল