শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

প্রকাশিতঃ 11:55 pm | May 10, 2021

কালের আলো সংবাদদাতাঃ

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

উপমহাদেশের প্রাচীন দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের ১৯৪তম জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। ভয়াবহ জঙ্গি হামলাও এ ঈদগাহ ময়দানের জামাত ঠেকাতে পারেনি, কিন্তু গত বছরের মতো এবারও করোনা আতঙ্কে জামাত বন্ধ ঘোষণা করল প্রশাসন।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের মতো করোনার ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

গতকাল শোলাকিয়া ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির একটি সভা হয়। সেখানে সদস্যরা সর্বসম্মতিক্রমে সরকারি নির্দেশনা মেনে চলার ব্যাপারে একমত হয়েছেন। সে অনুযায়ী খোলা জায়গায় ঈদের বড় জামাত আয়োজনের সুযোগ নেই। তাই শোলাকিয়াতে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

এর আগে ২৬ এপ্রিল সোমবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রও জারি করে। ওই পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

কালের আলো/এনএল/এমএইচ