আগামী নির্বাচনের বিষয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 11:16 pm | January 13, 2018

স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনের বিষয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “আগামী নির্বাচনের বিষয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। সংলাপ করার পরিবেশ বিএনপি রাখেনি। যদি কখনো সংকট আসে, সংলাপের বিষয়ে তখন সিদ্ধান্ত নেয়া যাবে।”

বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে শনিবার বিকেলে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির মহাসচিব বলেন, “আন্তরিক সংলাপের মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন কিছু ভেবে থাকেন, তাহলে তার উচিত হবে এ নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নেয়া।”

ওবায়দুল কাদের বলেন, “সংবিধানে নির্বাচনের বিষয়ে পথনির্দেশনা দেখানো আছে। সেই পথ নিয়ে আবার সংলাপের প্রয়োজন কেন?”

তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এ বিষয়ে সংলাপের কোনো প্রয়োজন দেখছি না। সংলাপ করার পরিবেশ বিএনপি রাখেনি। সামনে কোনো সংকট কিংবা সংলাপের পরিবেশ সৃষ্টি হলে, তখন দেখা যাবে।”

অন্যদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, সংবিধানে নিরপেক্ষ সরকার বলে যেমন কিছু নেই, তেমনি নির্বাচনকালীন সরকার বলেও কিছু নেই। জাতিকে বিভ্রান্ত করতে এটা বলা হচ্ছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মওদুদ আহমেদকে আরেকবার সংবিধান পড়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email