ময়মনসিংহে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 12:54 am | September 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে।

বুধবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট (বিএফআরআই) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মুহাম্মদ আলতাব আলী এমপি, বেগম শামছুন নাহার এমপি, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, সচিব ওইছউল আলম মন্ডলসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য গবেষনা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম তুলে ধরেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ কামাল।

সভায় সরকারের উন্নয়ন দর্শন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত ২০১২-২০১৪ অর্থবছরকে ভিত্তিবছর ধরে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০২০) ম’স্য সেক্টরে অর্জিতব্য লক্ষ্য নির্ধারন করা এবং নির্ধারিত লক্ষ্যসমুহ অর্জনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

এছাড়াও সাম্প্রতিককালে মৎস্য গবেষনার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পাওয়ায় মৎস্য গবেষনা ইনস্টিটিউটের প্রস্তাবিত ৪টি কেন্দ্র ও ৬টি উপকেন্দ্র এবং এসব কেন্দ্র-উপকেন্দ্রের জন্য প্রয়োজনীয় নতুন পদ সৃজনসহ জনবল বৃদ্ধি করার জন্য কমিটি সুপারিশ করে।

কালের আলো/ওএইচ/এমএইচএ