নগরে চলতে দেওয়ার ‘আবদার’ নিয়ে বাইরের সিএনজিচালকদের সড়ক অবরোধ, যানজট

প্রকাশিতঃ 4:54 pm | July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশার চালকরা ঢাকা মহানগর এলাকায় চলতে দেওয়ার দাবি নিয়ে বনানীতে সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

‘ঢাকা-থ’ সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোটের ব্যানারে রোববার (১৩ জুলাই) সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় যানজট। তৈরি হয় জনভোগান্তি।

এ সময় দেখা যায়, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। তবে অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ থেকে জানানো হয়, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালকরা ঢাকা মহানগর এলাকায় সিএনজি চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে উত্তরা-মহাখালী রুটে উভয়দিকে যানচলাচল বন্ধ রয়েছে।

ইনকামিংয়ে (আসার রুটে) যানচলাচল করার ক্ষেত্রে কাকলী হয়ে গুলশান ২, গুলশান ১ থেকে আমতলী অথবা গুলশান ১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে এবং একইভাবে বিপরীত দিকে আউটগোয়িংয়ে (যাওয়ার রুটে) ডাইভারশন দেওয়া হচ্ছে। আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া উত্তরা থেকে তেজগাঁও/হাতিরঝিল এলাকায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় ট্রাফিক বিভাগ।

কালের আলো/এএএন