সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
প্রকাশিতঃ 8:08 pm | April 14, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বুধবার(১৪ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনীতির অঙ্গনে তাঁর রয়েছে অসামান্য অবদান। দেশ ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ সাবেক মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আজ (বুধবার) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন।
কালের আলো/এমএইচ/এএ