উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা
প্রকাশিতঃ 2:45 pm | March 07, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থায় ৩২৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৭ মার্চ) পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোট দুটি প্রজ্ঞাপন জারি করে ৩৩৭ জনের পদোন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
কালের আলো/ডিএসকে/এমএম