নেপালি সেনাবাহিনীর অনারারি জেনারেল মর্যাদা পাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান

প্রকাশিতঃ 11:40 pm | October 15, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ভারতীয় সেনাবাহিনী প্রধান মনোজ মুকুন্দ নারাভানেকে নেপালি সেনাবাহিনীর অনারারি জেনারেল পদমর্যাদা দেয়া হবে।

নেপাল সেনাবাহিনী গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে, জানিয়েছে এ বছরের নভেম্বরে নেপাল সফর করবেন নারাভানে।

নেপাল সরকার ২০২০ সালের ৩রা ফেব্রুয়ারি সফরটি অনুমোদন করে। কিন্তু করোনার কারণে দুই দেশেই লকডাউন থাকায় সফরটি বাতিল করা হয়।

নারাভানের নেপাল সফরের সময় সে দেশের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী একটি বিশেষ অনুষ্ঠানে তাকে নেপালি সেনাবাহিনীর অনারেরি জেনারেল পদমর্যাদা প্রদান করবেন।

কালের আলো/এসবি/এম্‌এ