কক্সবাজারে বার্মিজ ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ 6:10 pm | July 24, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারের রামুতে বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার(২৪ জুলাই) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে মোঃ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে।

পরে সিএনজি তল্লাশী করে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা, মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট নামক স্থানে উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে ধৃত আসামী মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়।

পরে তার দুই পায়ের হাটুর নিচে ব্যান্ডেজ দিয়ে বেঁধে এবং কাঠালের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা। আসামীকে মালামালসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

কালের আলো/এসবি/এমআরকে