নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি, যা জানাল জরিপ
প্রকাশিতঃ 3:40 pm | July 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনের অবসান ঘটে। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে ১১ মাস পার করে ফেলেছে এ সরকার। এই ১১ মাস ধরে চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটাই আলোচনা- জাতীয় সংসদ নির্বাচন।
অনুসারী-সমর্থকদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। কিন্তু বাস্তবতা কী বলছে, কোন দলের অবস্থা কেমন- তা একটি জরিপে উঠে এসেছে।
সোমবার (৭ জুলাই) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) নামের জরিপটি প্রকাশিত হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে। আর এর পরের অবস্থানে থাকবে জামায়াত। তারা পাবে ২১.৪৫ শতাংশ ভোট।
জরিপে অংশ নেওয়া তরুণদের মতে, অন্যান্য ধর্মীয় দলগুলো ৪.৫৯ শতাংশ ভোট পেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।
সানেমের জরিপে আরও বলা হয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলেও এনসিপি থেকে কিছুটা পিছিয়ে থাকবে। তারা পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
প্রসঙ্গত, কোরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন।
সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়।
কালের আলো/এসএকে