সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫০১

প্রকাশিতঃ 4:23 pm | July 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৮৩ জন।

সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার ৪৮৩ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫০১ জনকে।

অভিযানে উদ্ধার করা হয়েছে–  দুটি দেশীয় একনলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড রাইফেলের পুরাতন গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু ও একটি চাকু।

কালের আলো/এমডিএইচ