ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে পুরো অঞ্চল পরিণাম ভোগ করবে: আরাঘচি

প্রকাশিতঃ 2:40 pm | July 07, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয়; তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। আজ সোমবার ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, ‘আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর স্পষ্ট লঙ্ঘন। ২০১৫ সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল।’ খবর আল জাজিরার

গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎ হামলা করে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই প্রতিবেশীর সংঘাতের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আরাঘচি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না।

রোববার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিকস প্লাস জোটের অন্যান্য সদস্য দেশের সমর্থন পেয়েছে। বৈঠকে ব্রিকস প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। ১১টি দেশের এই জোট বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা গত ১৩ জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানে হামলার নিন্দা জানাই।’ তারা আরও বলেছে, ‘আমরা ইরানের বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি।’

ব্রিকস থেকে দেওয়া এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা ১২ দিন ধরে ইরানে হামলা চালায়। এ হামলার মধ্যেই ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক, বেসামরিক স্থাপনায় হামলা করে। এই হামলায় ইরানের অন্তত ৯৩৫ জন মানুষ মারা যান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৫ হাজার ৩৩২ জন মানুষ।

তেহরান জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের অন্তত ২৯ জন মানুষ নিহত হন। ৩ হাজার ৪০০ জন আহত হন বলে জানিয়েছে জেরুজালেমের ‍হিব্রু বিশ্ববিদ্যালয়।

কালের আলো/এসএকে