বিমানবন্দরে কাঁদতে কাঁদতে হাজির নোরা ফাতেহি, কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

প্রকাশিতঃ 2:30 pm | July 07, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

চলচ্চিত্রপ্রেমীদের কাছে নোরা ফাতেহির নাম মানেই প্রাণচঞ্চল এক মুখ, আত্মবিশ্বাসী হাঁটা, মঞ্চ কাঁপানো নাচ আর মোহময় উপস্থিতি। কিন্তু রোববার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে দেখা গেল একেবারেই ভিন্ন এক নোরাকে। নীরব, বিষণ্ন আর চোখে জল।

কালো জ্যাকেট আর কালো প্যান্টে ঢাকা শরীর, চোখে রোদচশমা-তবুও লুকানো যায়নি তাঁর কান্না। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভেতরে ছুটে যান তিনি। পেছনে পাপারাজ্জির ভিড়, তবে দেহরক্ষীরা সেই ভিড় সরিয়ে নেন। নোরা যেন এ সময় এক অদৃশ্য ব্যথা বুক চেপে দ্রুত সরে যেতে চাচ্ছিলেন সবার চোখের সামনে থেকে।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন-হঠাৎ এমন কান্না, কী হয়েছে নোরার? এরই মাঝে কিছুটা ইঙ্গিত মেলে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানেই নোরা লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” এই একটি বাক্য থেকেই স্পষ্ট, তিনি হারিয়েছেন খুব কাছের কাউকে।

তবে কে সেই প্রিয়জন-তা খোলাসা করেননি নোরা।

একদিকে পেশাগত সাফল্যের শিখরে থাকা এই তারকা, অন্যদিকে এমন এক গভীর শোকের মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেননি। তার চোখের জল যেন বলে দিচ্ছিল, পর্দার পেছনে তারকারাও মানুষ-তাদেরও কান্না আছে, হারানোর কষ্ট আছে।

নেটিজেনদের অনেকেই নোরার প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, “দোয়া করি তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠো”, “আল্লাহ তোমার প্রিয়জনকে জান্নাত নসিব করুন।”

কালের আলো/এসএকে