সৌদি আরব থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি
প্রকাশিতঃ 4:37 pm | July 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি।
বৃহস্পতিবার (০২ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টায় চার্টার্ড ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার (০৩ জুলাই) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে সৌদি আরবে দীর্ঘ দিন আটকে পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছে।
কালের আলো/এসবি/এমএইচএ