ডিএনসিসির বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু শনিবার (ভিডিও)
প্রকাশিতঃ 4:48 pm | June 19, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে আগামীকাল (শনিবার) থেকে বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু করছে নগর কর্তৃপক্ষ। এ অভিযান সপ্তাহব্যাপী চলবে।
শুক্রবার(১৯ জুন) বিকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন এক ভিডিও বার্তায় এসব কথা জানান।
তিনি জানান, হাসপাতালগুলোরে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসাসেবক যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়, সে কারণে এ বিশেষ মশানিধন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশানিধন কার্যক্রম পরিচালনা করা হবে।‘
মশানিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকালে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতিমধ্যে ডিএনসিসি কর্তৃক হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
কালের আলো/বিএস /এমএইচএ