এখনই লড়াই না থামানোর আহ্বান ডব্লিউএইচও’র
প্রকাশিতঃ 3:46 pm | June 09, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
করোনার সংক্রমণ থেমে নেই। গত ১০ দিনের ৯ দিনই বিশ্বে এক লাখের বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববারও রেকর্ড ১ লাখ ৩৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তারপরও বিশ্বের অনেক দেশ লকডাউন তুলে নিচ্ছে। তাদের সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস। এখনই লড়াই না থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এক অনলাইন ব্রিফিংয়ে সোমবার (৮ জুন) তেদ্রোস বলেছেন, এই মহামারি ৬ মাসের বেশি সময় ধরে চলছে, এখনই কোনো দেশকে লড়াই থেকে গুটিয়ে যাওয়া যাবে না।
তিনি যোগ করেছেন, বিজ্ঞান, সমাধানের উপায় ও সংহতির ভিত্তিতে দেশগুলো কঠোর পরিশ্রম করে যেতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার ১০টি দেশ থেকে বেশি আক্রান্তের খবর পাচ্ছেন। তেদ্রোস বলেছেন, ইউরোপে পরিস্থিতির উন্নতি হলেও বৈশ্বিকভাবে এটি খারাপের দিকে যাচ্ছে।
কিছু দেশে ‘ইতিবাচক আভাস’ পাওয়া গেলেও তাদের আত্মতৃপ্তিতে ভোগার ব্যাপারে সতর্ক করলেন তেদ্রোস, আফ্রিকান অঞ্চলে এখনও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে, যদিও অধিকাংশ দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজারের নিচে। তাছাড়া পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এসময় যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে চলা বিক্ষোভ থেকে সংক্রমণের ঝুঁকি প্রসঙ্গে জানতে চাইলে গ্যাব্রিয়েসুস সব বিক্ষোভকারীকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে আন্দোলনে যাওয়ার আহ্বান জানান।
এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে ৪ লাখের বেশি।
কালের আলো/বিবিএ