২৪ আমাদের সব ভয় দূর করে দিয়েছে: সমাজকল্যাণ উপদেষ্টা
প্রকাশিতঃ 6:35 pm | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রথাগত জীবন আমাদের কোণঠাসা করে দিচ্ছে, জানি না আমাদের কীসের ভয়, ২৪ এরপর আমাদের ভয় থাকার কথা না, ২৪ আমাদের সব ভয় দূর করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, যারা শিকড় (প্রবীণ ব্যক্তি) তাদের ফেলে দিয়ে সমাজ এগোতে পারে না। শিকড় ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রবীণরা শিশুদের সঙ্গে থাকতে ভালোবাসে তারা শিশুদের সঙ্গে থাকতে চায়। লোকে বলে প্রবীণদের প্রয়োজনীয়তা হারিয়ে যায় সেটা ঠিক না, যারা আমাদের শিকড় তাদের ফেলে দিয়ে সমাজ এগোতে পারে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
সভায় স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। সভায় ‘আমাদের প্রবীণ, আমাদের গর্ব’ শীর্ষক একটি ভিডিও চিত্র প্রদর্শন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকার যুগ্ম-মহাসচিব মনজু আরা বেগম।
দিনটি উদযাপনের মধ্য দিয়ে প্রবীণদের অবদানকে স্মরণ করা হয় এবং তাদের অধিকার, সুস্থতা ও আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কালের আলো/এসআর/এএএন