‘যখন নৌকার সরকার ছিল না তখন উন্নয়নের চাকা বন্ধ হয়ে গিয়েছিল’
প্রকাশিতঃ 11:13 pm | May 24, 2018

সাকির আহম্মেদ খান, কালের আলো: যখন নৌকার সরকার ছিল না তখন ফুলবাড়ীয়ায় উন্নয়নের চাকা বন্ধ হয়ে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।
তিনি বলেন, ফুলবাড়ীয়ায় উন্নয়ন মানে নৌকার উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল আর আমি মোসলেম উদ্দিন এমপি ছিলাম বলেই আজ ফুলবাড়ীয়ায় এত উন্নয়ন হয়েছে। মাঝখানে নৌকার সরকার ছিল না আর তখন উন্নয়নের চাকা বন্ধ হয়ে গিয়েছিল । বিএনপির শামছ উদ্দিন সাহেব যখন এমপি ছিল তখন ফুলবাড়ীয়ায় কি উন্নয়ন হয়েছে আজ শেখ হাসিনার নৌকার মার্কার এমপির আমলে কি উন্নয়ন হয়েছে তার বিবেচনার ভার আপনাদের কাছেই দিলাম ।
সংসদ সদস্য বলেন, ফুলবাড়ীয়ার পশ্চিমাঞ্চরের ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পাস করেছে। মানে সারা ফুলবাড়ীয়ার মত পশ্চিমাঞ্চরে নৌকার জুয়ায় আছে। এ অঞ্চলে আমার জন্ম তারপরও আমি ফুলবাড়ীয়ার সকল ইউনিয়নেই সমানভাবে উন্নয়ন করেছি। আপনারা যদি আরেকবার নৌকার সরকার মানে শেখ হাসিনাকে আমাকে ক্ষমতায় রাখতে পারেন আর আমাকে এমপি বানাতে পারেন তবে ফুলবাড়ীয়ার মানুষকে আর কাচাঁ রাস্তায় হাটতে হবেনা।
বুধবার বিড়ালশাখ বুইধ্যার বাজার টু পীরগঞ্জ ভায়া পুরাতন বুইধ্যার বাজার রাস্তার পাকাকরণ কাছের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পুটিজানা ইউনিযন পরিষদ আয়োজিত পুরাতন বুইধ্যার বাজার ইফতারপূর্বক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মো.ময়েজ উদ্দিন তরফদারের সভাপতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ওগবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড.ইমদাদুল হক সেলিম, উপজেলা যুবলীগের আহবায়ক আঃ কদ্দুছ, সেচ্ছাবেকলীগের আহবায়ক মো.কামরুজ্জামন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুনঅর রশিদ, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়র ছাইদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, শ্রমীকলীগের যুগ্ন আহবায়ক সাংবাদিক আঃ বছির ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরীফ রাব্বানী যুগ্ন সম্পাদক আজমতুল্লাহ মাষ্টার, বুইধ্যার বাজার কমিটির সভাপতি আতাউর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামে আলী, সাধারণ সম্পাদক এমদাদুর হক এমদাদ প্রমূখ ।
এর আগে তিনি দেওগাও গ্রামের একশত দশ বাড়ীতে বিদুৎতের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লীরা তরফদার ও ডিজিএম অনিতা বর্ধন উপস্থিত ছিলেন।