তারুণ্য’র নতুন কমিটি গঠিত: সভাপতি সৌরভ, সা. সম্পাদক রিফাত

প্রকাশিতঃ 1:07 am | May 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শাহজালাল সৌরভকে সভাপতি ও আব্দুল্লাহ রিফাতকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরি কমিটি ঘোষনা করা হয় ।

বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি উবায়দুল হক, তালহা যুবায়ের, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ, নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মৌরি, অর্থ সম্পাদক হাদিউজ্জামান হিমেল, সহ-অর্থ সম্পাদক উবাইদুর রহমান লাভলু, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক অঞ্জন বর্মন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সংগঠনটি ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট, শীতবস্ত্র, বন্যার্তদের ত্রাণ বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে।

কালের আলো/ওএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook