ফেসবুকে ভাইরাল পাপিয়ার জলকেলির ভিডিও

প্রকাশিতঃ 12:13 am | February 26, 2020

যুব মহিলা লীগ থেকে সদ্য বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ওরফে পিউর জলকেলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় সুইমিংপুলে ৫ জন মেয়ের সঙ্গে জলকেলি করছেন পাপিয়া। এসময় বিভিন্ন গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায় তাদের।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপিয়ার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছিল। পিস্তল হাতে সেই টিকটক ভিডিও বানিয়েছিলেন পাপিয়া।

এতে ‘গোলাবি আঁখে’ শিরোনামের গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। তাকে গ্রেপ্তার হওয়ার পর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

পরদিন সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

কালের আলো/এনআর/এমএম