ফেসবুকে লাইভ করে গুলি চালিয়েছিল জামিয়ার হামলাকারী

প্রকাশিতঃ 10:59 pm | January 30, 2020

কালের আলো ডেস্ক:

ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ বিরোধী মিছিলে গুলি চালানোর সময় ফেসবুকে লাইভ ভিডিও করেছিল সেই যুবক। তার ফেসবুক পোস্টে লেখা, ‘শাহিন বাগ খেল খতম।’

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে ‘রামভক্ত গোপাল’ প্রোফাইলটি সেই যুবকের। উত্তরপ্রদেশের নয়ডা সংলগ্ন গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যত নিরব পুলিশের সামনেই সিএএ বিরোধীদের উদ্দেশে পিস্তল উঁচিয়ে শাসাতে শুরু করে এই গোপাল। বলে, ‘আজাদি চাহিয়ে? ম্যায়ঁ দুঙ্গা আজাদি!’ এরপরই ‘ইয়ে লো আজাদি’ বলে গুলি চালায় ওই যুবক।

কালের আলো/বিআর/এমএম