আতিককে বিজয়ী করতে ছাত্রলীগের সাবেক-বর্তমান একাট্টা

প্রকাশিতঃ 1:40 am | January 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো : 

প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছেন। দিনমান প্রচারণা শেষে যার যার বাড়ি ফিরে যাওয়া। একত্রে বসা হয় না। ভোটারদের দূয়ারে থাকতে হয় মেয়র প্রার্থীকেও। 

কিন্তু ভোট ঘনিয়ে এসেছে। এবার কৌশলে আনতে হবে পরিবর্তন। ফলে একত্রে বসেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণে ছাত্রলীগের সাবেক-বর্তমানদের নিয়ে বসলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১ টায় নিজের উত্তরার নির্বাচনী কার্যালয়ে গত ৩০ বছর ছাত্রলীগের কেন্দ্রীয় ও উত্তর মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট ক্যাম্পেইনের শেষ মুহুর্তের পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন আতিকুল ইসলাম।

পাশাপাশি বিজয় ঘরে তোলা না পর্যন্ত সহযোগিতা অটুট রাখারও আহবান জানান তিনি

ছাত্রলীগের সাবেক-বর্তমান শীর্ষ নেতারা প্রচারণার পালে আরও গতি আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। 

এই সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কালের আলো/বিএন/এমএইচএম