তাফসিরের পরকীয়ার ছবি ফেসবুকে; নেতিবাচক আলোচনায় ‘আউয়াল পরিবার’

প্রকাশিতঃ 11:08 pm | January 28, 2020

কালের আলো ডেস্ক:

ভোটের মাঠে নীতি কথার বুলি আওড়ালেও শুরুতেই এক মুয়াজ্জিনকে ধাক্কা দিয়ে আহত করে চরম বিতর্ক জন্ম দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে নেতিবাচক আলোচনার খোরাকে পরিণত হয়েছে রহস্যময় ‘ধনকুবের’আব্দুল আউয়াল মিন্টুর পরিবার। পরিবারের বড় ছেলে আধুনিক নগরী গড়ার আশ্বাস-প্রতিশ্রুতিতে যখন ভোটের মাঠ গরম করার ব্রত নিয়েছেন তখন গোল বাঁধিয়ে বসেছেন ছোট ছেলে তাফসির আউয়াল।

ঘনিষ্ঠ বন্ধুর সংসারে ‘আগুন’ জ্বালিয়েছেন। পরকীয়ায় জড়িয়েছেন বন্ধুর স্ত্রীর সঈে। আর সেই খবর ফাঁস হতেই শুরু হয়েছে তোলপাড়।

পরকীয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘ছি ছি’ রব উঠেছে। ভোটের মাত্র তিনদিন আগে এমন ঘটনা বিএনপি’র প্রার্থীকে ফেলে দিয়েছে চরম বেকায়দায়।

অবশ্য সচেতন ভোটাররাও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। আউয়াল পরিবারের এমন গোমর আগেভাগেই জানাজানি হওয়ায় তারা নতুন দ্বন্দ্বে পড়েছেন।

তবে এমন খবর তাবিথদের জন্য সুখকর নয় সেটি আঁচ করা যাচ্ছে দলটির নেতা-কর্মীদের অপ্রকাশ্য আলোচনায়। তারা বলছেন, গতবার তাবিথ ভোটের দিনে ভোট বর্জন করে ডুবেছিলেন। এবার তাকে ডুবাচ্ছে স্বয়ং পরিবার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাবিথ আউয়ালের ছোট ভাই তাফসির আউয়ালের ঘনিষ্ঠ বন্ধু রিয়াজুল করিম যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আর এই সুবাদেই সেই দেশটির বাঙালী প্রবাসী নাউমির সাথে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পারিবারিকভাবেই তারা বিয়ে করেন।

পড়াশোনা শেষে নাউমিকে নিয়ে দেশে এসে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন রিয়াজুল। ওই সময় ঘনিষ্ঠ বন্ধু তাফসিরের ডাকে প্রায়ই বিভিন্ন পার্টিতে স্ত্রীকে নিয়ে অংশ নিতেন।

কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে তাফসির তার স্ত্রীর সাথে পরকীয়ায় মেতে উঠেন। আর এটি হাতেনাতে ধরতে পারার পর থেকেই কষ্টের অনলে পুড়ছেন রিয়াজুল।

সোমবার (২৮ জানুয়ারি) রাত ২ টা ৫৫ মিনিটে রিয়াজুল তার ফেসবুকে তাফসির এবং নাউমির একটি ছবি আপলোড করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, “How could you Naumi? How? How could you do this to me? I won`t forgive you Tasfir, you ruined my life.”

সূত্র মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও তার পরিবারের প্যারাডাইস পেপার্সে কেলেন্কারী নতুন করে আলোচনায় আসে। যিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি নির্বাচিত হলে নগর ভবনকে কীভাবে দুর্নীতিমুক্ত করবেন এ নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

কালের আলো/ডিএফ/এমএম