সাকিব-শিশিরের জন্য নিজে রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 3:10 pm | January 26, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ক্রীড়ামোদি হিসেবে বরাবরই জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ মেলে প্রায়ই।
যার সবশেষ নজির দেখা গেলো রোববার(২৬ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের বাসায়। যা সাকিব নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্নী উম্মে শিশির আল হাসান। তার মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।
রোববার (২৬ জানুয়ারি) সাকিব তার নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ-এ প্রধানমন্ত্রীর পাঠানো খাবারের ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সাকিব তার ফেসবুক পেজ-এ লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, আমি সত্যিই বাকরুদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে সকালে এসব রান্না করে আমার স্ত্রীর জন্য আমার বাসায় পাঠিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমার স্ত্রী তার পছন্দের খাবারের কথা জানান।
কালের আলো/বিআর/এমএম