স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে আতলেতিকো মাদ্রিদ

প্রকাশিতঃ 2:49 pm | January 10, 2020

কালের আলো ডেস্ক:

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোল করতে পায়নি বার্সেলোনা। তাতে প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। বিরতি থেকে ফিরেই কাতালান শিবিরে আক্রমণ, কোকের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় আতলেতিকো। পাঁচ মিনিট বাদেই মেসির নৈপূণ্যে সমতায় ফেরে লিগ টেবিলের টপাররা। লিড নেয় ৬২ মিনিটে। সুয়ারেজের বল কোন মতে ঠেকালেও ফিরতি হেডে বল জালে জড়ান আতোয়া গ্রিজমান।

এরপর ৮১ থেকে ৮৬ এই পাঁচ মিনিটে দুই গোল করে বার্সা সমর্থকদের হতাশ করে আতলেতিকো। স্পট কিকে রোজিব্লাঙ্কোসদের এগিয়ে নেন মোরাতা। আনহেল কোয়েরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।

১২ই জানুয়ারির ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তাঁরা।

কালের আলো/এমএস/এডিবি

Print Friendly, PDF & Email