পিআর নিয়ে ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি : নজরুল ইসলাম খান

প্রকাশিতঃ 1:02 pm | July 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, একেক দেশে একেক রকম পদ্ধতি রয়েছে গণতন্ত্র কার্যকর করার। পিআর পদ্ধতি হলো তেমনি একটা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এই পদ্ধতির কথা বলছেন, কীভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ বিষয়ে একটা অস্পষ্ট ধারণা থেকে যাচ্ছে। এটা শুধু আলোচনার জন্য আলোচনা হচ্ছে।

তিনি বলেন, এ রাষ্ট্র জনগণের, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তারা। আমরা শুধু কীভাবে ভোটটা দেব এজন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝাতে অনেক প্রচার-প্রচারণা হয়েছে, যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদেরও অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখানে যারা গেছেন তাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। এরপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয়নি। এটা তো শুধু কীভাবে ভোটটা দেবে সেটা। আর পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া।

প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এ পদ্ধতি নিয়ে জনগণের সঙ্গে কোনো মতবিনিময় হয়েছে? এ সম্পর্কে জনগণকে কেউ জানিয়েছে? এমনকি এ নিয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা হয়েছে? না, এ ধরনের আলোচনা হয়নি। ঐকমত্য কমিশনে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি। অথচ এ নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন, এই ব্যবস্থা করতেই হবে।

সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা বড় অন্যায় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, খুব চিন্তাভাবনা করে বড় পরিবর্তন করতে হয়। কোনো বিশেষ দলের সুবিধার জন্য পরিবর্তন চাওয়া ঠিক নয়। জনগণের স্বার্থেই সংস্কার করতে হবে।

কালের আলো/এমডিএইচ