ভালুকায় বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১
প্রকাশিতঃ 5:23 pm | May 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ভালুকায় বাস-ট্রাক ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার দুপুরে উপজেলার নাইবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ধানবোঝাই একটি পিকআপ ভ্যান কাঁচা সড়ক থেকে মূল সড়কের দিকে যাচ্ছিলো। এসময় ময়মনসিংহ থেকে একটি বাস পিকআপটিকে সামনে থেকে এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দিনমজুর দুলাল নিহত হন।
এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালের আলো/ওএইচ