ডাকসু ভিপি নূরুর ফোনালাপ ফাঁস

প্রকাশিতঃ 9:16 pm | December 03, 2019

কালের আলো ডেস্ক:

ডাকসুর বর্তমান ভিপি নূরুল হক নূরুর একটি টেলিফোন কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।

ফাঁস হওয়া অডিও ক্লিপে নূরুকে জনৈক এক প্রকল্প পরিচালকের সাথে কথা বলতে শোনা গেছে। এসময় প্রবাসী এক বাংলাদেশির সাথে টাকা লেনদেনের বিষয়টিও উঠে এসেছে।

অডিওতে বলতে শোনা যায়-

নূরু: ঐ যে আমি একটা কাজ পাইছিলাম বুঝছেন। ঐ যে, ১৩ কোটি টাকার, ওই কাজটা আমার এক আন্টির। ওনি জয়েন ভেঞ্চারে একজনকে দিয়ে দেওয়াইছিলো। কালকে আপনি ওইডা একটু শিওর করলে টাকা আন্টি দিবেনে, আমার আন্টি সম্পর্কে হয়। কিন্তু একাউন্ট-টেকাউন্ট যাদের লোন থাকে তাদের তো ইজিলি হয়, আপনি কোন কাজ করান। তাহলে আপনি কি একটা…পারফর্মেন্সের গ্যারান্টি ইয়ে করতে পারবেন?

জনৈক ব্যক্তি: আমি কোন ফার্মের নামে করবো? কি করবো? কে…

নূরু: …তাহলে আমি ডিটেইলস নিয়ে আপনার কাছে আমুনে, আমার আরেকটা নাম্বার আছে… ফোনে তো সবকথা ওইভাবে বলা যায় না। আপনি হোয়াটসএপে কল দিতে পারেন।

জনৈক ব্যক্তি: আমি কিছু টাকা পয়সা উঠায়া পাঠাতে চাচ্ছি। আমি জানি তোমাদের টাকা পয়সা দরকার তো….আচ্ছা আমি হোয়াটসএপে ফোন করছি। আচ্ছা ঠিক আছে আমাকে একটু যদি মেসেজ করে পাঠায় দাও তোমার পুরো নাম লাগবে, এড্রেস লাগবে, ইমেইল লাগবে। তাহলে আমরা কিছু টাকা পয়সা কালেকশন করে তোমার কাছে পাঠাই।

নূরু: ঠিক আছে স্যার। আপনি বলছেন ঠিকাছে, খুব খুশি হইছি….

কালের আলো/এনআর/এমএম