বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা চিরদিন অব্যাহত থাকুক: বশেফমুবিপ্রবি উপাচার্য

প্রকাশিতঃ 5:15 pm | October 07, 2019

কালের আলো প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

সোমবার (৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রয়দায়িক রাষ্ট্র। যেখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে চলেছেন। শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। আমি সনাতন ধর্মাবলম্বীদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি, পাশাপাশি এই উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি।

‘যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ রেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। শারদীয় দুর্গোৎসব সবার মাঝে সেই আনন্দের বার্তা বয়ে আনে। এই উৎসব বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব। যা জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলনক্ষেত্র।’

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সেই অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করে চলেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ।

কালের আলো/এনআর/এমএইচএ