চীনে ট্রাক-বাস সংঘর্ষ, নিহত ৩৬

প্রকাশিতঃ 10:18 am | September 29, 2019

কালের আলো ডেস্কঃ

চীনের পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩৬ জন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল। দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ওই সড়ক খুলে দেয়া হয়।

কালের আলো/আরও/এমএম