অপরাধ করলে অপরাধী সবাইকে শাস্তি পেতেই হবে : কাদের

প্রকাশিতঃ 9:28 pm | September 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন এটা লোক দেখানো নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করলে অপরাধী সবাইকে শাস্তি পেতেই হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুরে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ কেন্দ্র ‌‘ড্রাইভার্স ট্রেনিং সেন্টার’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, আমাদের দেশের অনেক অপকর্ম, করাপশান, ইরেগুলারিটি, ইনডিসিপ্লিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন এ অভিযান মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে ও চাঁদাবাজির বিরুদ্ধে। এ অভিযান চলবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।

বিএনপি নেতাদের অতীতের দুর্নীতির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বেটার লেট দ্যাম নেভার, অতীতে যারা ছিল তারা কেউ নিজ দলের কোন নেতাকর্মীকে আইনের আওতায় আনেনি, অপকর্মের, দুর্নীতির জন্য, মানি লন্ডারিংয়ের জন্য, সন্ত্রাসীদের জন্য অতীতের বিএনপি সরকার তাদের একজন কর্মীকে শাস্তি দিয়েছে, দুদকে একজনের নামে মামলা হয়েছে এমন নজির মির্জা ফখরুল দেখাতে পারবেন না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে ফখরুল সাহেব বলেন সুইচ ব্যাংকে টাকা, এই ইতিহাসতো আপনাদের। হাওয়া ভবনের কত টাকা সুইচ ব্যাংকে আছে সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখছি। সিঙ্গাপুরে আপনাদের মানি লন্ডারিংয়ের টাকা ধরা পড়েছে। আপনাদের টাকা অমেরিকায় এফবিআই ধরে ফেলেছে। তার বিচারের শাস্তিতে এখন টেমস নদীর পাড়ে পালিয়ে আছেন দেশ ছেড়ে, লজ্জা করে না।

দেশে ক্যাসিনো প্রচলনের জন্য বিএনপি নেতাদের দায়ী করে ওবায়দুল কাদের বলেন, সেই হাওয়া ভবন থেকে ক্যাসিনোর জন্ম দিলেন, বঙ্গবন্ধু আইন করে যে জুয়া বন্ধ করলেন সেই জুয়া চালু করলো কে। এই জুয়ার প্রবত্তা হচ্ছেন আপনারা। এসব অপকর্ম দুর্নীতি এসব অর্থ পাচার সব একে একে আমরা খুঁজে বের করবো।

ক্যাসিনো ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়কারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ক্যাসিনোর মালিকরা কোন দলের কোন কোন নেতাকে কত টাকা দেয় মাসোহারা দেয় সেটা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিতেও আছে শুনেছি। খুঁজে বের করা হচ্ছে অপেক্ষা করুন। রাঘব বোয়াল কারা চুনোপুঁটি কারা সুইচ ব্যাংকে হাওয়া ভবনের কত টাকা জমা আছে এসব বের করা হবে।

‘ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমরু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

কালের আলো/এনএম/আরএ