ভুটানকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ
প্রকাশিতঃ 7:33 pm | September 27, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ভুটানকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ ভুটানকে হারিয়ে অনূর্ধ্ব- ১৮ সাফ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুতে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন তানভীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মারাজ হোসেন ও দীপক রায়। ভুটানের বিপক্ষে সব পর্যায়ের ফুটবলেই
বাংলাদেশের সাম্প্রতিক রিপোর্টটা বেশ ভালো। কাঠমুন্ডুতেও সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এদিন ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে হেডে গোল করেন তানভীর। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়ে চেষ্টা চালায় ভুটান।
কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফাহিমের পা থেকে ম্যাচের সাতাশ মিনিটে দ্বিতীয় গোলটি পায় বাংলাদেশ। তার পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ তে নিয়ে যান মারাজ।
আর শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে ভুটানের কফিনে চতুর্থ ও শেষ পেরেকটি ঠোকেন মিডফিল্ডার দীপক। রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ভারত- মালদ্বীপ ম্যাচের জয়ী দলই সেদিন সঙ্গী হবে বাংলাদেশের।
কালের আলো/এনএ/এমএইচএ