বশেফমুবিপ্রবি’র সিন্ডিকেটের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 11:48 pm | September 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সিন্ডিকেটের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
শুরুতে সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মির্জা আজম এমপি, সংসদ সদস্য (জামালপুর-৩); প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি, সদস্য ইউজিসি; প্রফেসর ড. রোস্তম আলী; উপাচার্য (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মুহাম্মদ সামাদ উপ-উপাচার্য, (ঢাকা বিশ্ববিদ্যালয়); প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান খান, প্রত্নতও্ব বিভাগ, (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা); জনাব মুহাম্মদ আকবর হুসাইন, অতিরিক্ত সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়); জনাব সিরাজুন নূর চৌধুরী যুগ্ম-সচিব (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়); জনাব মোঃ আখতারুজ্জামান, যুগ্ন সচিব (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়); ড. এ এইচ এম মাহবুবুর রহমান, চেয়ারম্যান (সমাজকর্ম বিভাগ, বশেফমুবিপ্রবি), খন্দকার হামিদুর রহমান, রেজিস্ট্রার (বশেফমুবিপ্রবি)।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ (২০১৮-১৯) থেকেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। প্রথম ব্যাচে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে চারটি বিভাগে মোট ১৩৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। তবে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে শিক্ষা কার্যক্রম চলছে জেলা শহরের দেওয়ানপাড়ায় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল ভবনে।
২০১৭ সালে সংসদে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ পাস হয়। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
কালের আলো/ওএইচ