বনানী এফআর টাওয়ারের পেছনে আগুন
প্রকাশিতঃ 11:04 pm | September 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানী এফআর টাওয়ারের পেছনে বহুতল ভবন আবেদীন টাওয়ারের স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এফআর টাওয়ারের পেছনে আবেদীন টাওয়ারের ৪ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা আজাদ জানান।
এর আগে গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফ আর টাওয়ারে আগুন লাগে। ঘটনায় ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন ১৩০ জন।
এফ আর টাওয়ারের ঘটনায় দেখা গেছে, আটতলায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আট, নয় ও ১০ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ার কারণে ১১ ও ১২ তলায় হতাহতের ঘটনা ঘটে।’
কালের আলো/এনআর/এনএল