মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪০
প্রকাশিতঃ 11:51 am | September 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়।
কালের আলো/বিআর/এমও