চাচাতো, মামাতো, খালাতো ভাইয়েরা সাবধান হোন: শামীম ওসমান

প্রকাশিতঃ 11:46 pm | March 19, 2018

কালের আলো রিপোর্ট:

কারও নাম উল্লেখ না করে নিজ দলের ভেতর প্রতিদ্বন্দ্বীদেরকে সতর্ক করেছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বলেছেন, তিনি অনেক ছাড় দিয়েছেন, আর দেবেন না।

শামীম ওসমান বলেন, ‘কেন্দ্রের নির্দেশে অনেক ছাড় দিয়েছি আর নয়। এখন কেন্দ্রের নির্দেশ বন্ধ হয়ে গেছে, সুতরাং চাচাতো, মামাতো, খালাতো ভাইয়েরা সাবধান হোন।’

অবশ্য এই সংসদ সদস্য কাকে এই সতর্কতা দিয়েছেন সেটি স্পষ্ট নয়। যদিও নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। আর আইভীর সমর্থকরা শামীম ওসমানের বিরুদ্ধে নানা সময় নানা বক্তব্য দিয়ে আসছেন।

শামীম ওসমান বলেন, ‘যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপস নেই।’

সোমবার বিকালে নগরীর মাসদাইর এলাকার বাংলা ভবনে আওয়ামী লগের এক কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য।

ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এই কর্মিসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর প্রতি ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘অতীতে অনেক সুযোগ দিয়েছি, দেখলাম চামচিকাও প্রার্থী হতে চায়।’

‘আমরা একমণ দুধের মধ্যে এক ফোটা চুন মেশাব না। হাইব্রিডরা এসে বারবার দলকে ধ্বংস করেছে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক এটা আমি চাই। তৃণমূল নেতাকর্মীরা মাঠে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ ঠেকাতে পারবে না।’

সামনে ‘ফাইনাল খেলা’ অপেক্ষা করছে জানিয়ে শামীম বলেন, ‘আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই ষড়যন্ত্র শুরু হবে। এই ষড়যন্ত্রের ফলে আমাদের মধ্যে দুই একজন হারিয়েও যেতে পারে।’

‘এ দেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। অনেকেই অনেক কথা বলেন। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন থাকবেন।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদ-ের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিএনপির এখন করুণ অবস্থা চলছে। তাদের নেত্রী কারাগারে কিন্তু কোন মিছিল নেই। এতিমদের সম্পদ খাইলে আল্লাহ ক্ষমা করেন না।’

এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান প্রধানের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন আহমেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কন্ট্রাকটর, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত পরিষদের সভাপতি শাহাবুদ্দিন মাদবর, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য কামরুল হাসান ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত ম-ল প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

 

কালের আলো/এসকে