আশুলিয়ার সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 8:54 am | August 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাভারের আশুলিয়ায় আগুনে একটি সুতার গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার(১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছি। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কালের আলো/এআর/এমএম