বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের মুখোশ খুলে দিতে হবে: তথ্যমন্ত্রী
প্রকাশিতঃ 9:22 pm | August 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার(১ আগস্ট) সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে তথ্য অধিদফতর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এবং মন্ত্রণালয় ও অধীন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিল। সেটি খালেদা জিয়া জানতেন কিনা, আমি জানি না। কিন্তু খালেদা জিয়া ও বিএনপির কর্মকাণ্ড প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক অপশক্তির অভ্যুদয় হয়েছে, তার পুরোধা হচ্ছে বিএনপি।
পরে মন্ত্রী ডিজিটাল ডিসপ্লেতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র ও সেই সময়ের পত্রিকায় বঙ্গবন্ধুর আলোকচিত্র ঘুরে দেখেন।
কালের আলো/আএ/এমএম