কাবাডিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বঙ্গবন্ধু : আইজিপি

প্রকাশিতঃ 8:35 pm | July 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

কাবাডিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাবাডি খেলাকে পুরোদমে ফিরিয়ে আনতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

আরও পড়ুন: গুজব প্রতিরোধে তারুণ্যের সচেতনতা বিকাশে আইজিপি

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ সভাপতি বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ হা-ডু-ডু খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন।

তিনি বলেন, সময়ের স্রোতে জাতীয় খেলা কাবাডি হারিয়ে যেতে বসেছে। কাবাডি খেলাকে পুরোদমে ফিরিয়ে আনতেই প্রতি বছর আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইনস কাবাডি মাঠে অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাবাডি খেলোয়াড় ও সাধারণ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় ঢাকা রেঞ্জ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে ঢাকা রেঞ্জ ৩৫-৩১ পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রধান অতিথি হিসেবে তুমুল উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করেন। পরে তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

কালের আলো/আরআইএ/এএ