ক্যাডেটদের মানসিক বিকাশে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের সপ্তাহব্যাপী আয়োজন

প্রকাশিতঃ 8:14 pm | July 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো : 

অধ্যয়নরত ক্যাডেটদের সঠিক মানসিক বিকাশ ও সৃষ্টিশীল চেতনার উন্মেষ ঘটানোর লক্ষে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক, মেডি-কার্নিভ্যাল, আর্ট ও ফটোগ্রাফী প্রতিযোগিতা। 

রোববার (২৮ জুলাই) এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একমাত্র সরকারি মেডিক্যাল কলেজ। এর কোর্স কারিকুলাম দেশের অন্যান্য মেডিক্যাল কলেজের মতো বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত। 

সশস্ত্র বাহিনীতে মেধা সম্পন্ন চিকিৎসকের প্রয়োজনীয়তা, বিদ্যমান যোগ্য শিক্ষক ও হাসপাতাল সুবিধাদি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ এ কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে এখন পর্যন্ত ২১ টি ব্যাচে ৯২ জন বিদেশী ক্যাডেটসহ মোট ১ হাজার ৮৬৩ জন ক্যাডেট ভর্তি হয়েছে। ইতোমধ্যে প্রথম ১৬ টি ব্যাচে ১ হাজার ১৮৯ জন ক্যাডেট এমবিবিএস কোর্স সম্পন্ন করেছে। 

১৬তম ব্যাচের চিকিৎসকরা সিএমএইচ, ঢাকা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বর্তমানে ইন্টার্ণশীপ প্রশিক্ষণরত। এ কলেজ থেকে পাশ করা ৪৩১ জন চিকিৎসক বাংলাদেশ সামরিক বাহিনীর আর্মি মেডিক্যাল কোরে যোগদান করেছেন। যাদের অনেকেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরো জানায়, বর্তমানে এএফএমসি’তে প্রতি বছর ১২৫ জন ক্যাডেট ভর্তি করা হয়। মেডি-কার্ণিভ্যাল একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে এ কলেজের ক্যাডেটরা নিজেদের প্রতিভা, সুকুমার বৃত্তি ও মেধা মননের উন্মেষ ঘটাতে পারে। 

এ অনুষ্ঠান আয়োজনে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ ক্যাডেটদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। এ অনুষ্ঠানে কলেজের সকল বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষক এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী পহেলা আগস্ট সমাপনী দিবসে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন এ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান। 

এ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।

কালের আলো/কেএএই/এএ