চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস : সাঈদ খোকন
প্রকাশিতঃ 6:21 pm | July 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার(৭ জুলাই) বিকালে গুলিস্তান নগরভবনে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত সমন্বয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, রাজধানীর গণপরিবহনগুলোকে শৃঙ্খলায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই কমিটি। আপনারা ইতিমধ্যে একটু একটু পরিবর্তন লক্ষ্য করছেন। আগামী দুই বছরের মধ্যে এই একটু একটু পরিবর্তন রাজধানীর গণপরিবহনের চেহারা বদলে দেবে।
তিনি আরও বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা বাসে চলাচলে টিকিট বাধ্যতামূলক করে দেব। উদাহরণ হিসেবে মোহাম্মদপুর থেকে মতিঝিল পর্যন্ত বাসে চলাচলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে টিকিট সিস্টেম বাধ্যতামূলক হচ্ছে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য রুটেও একই সিস্টেম চালু করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার চক্রাকার বাস সার্ভিসের রুট হবে-বাবুবাজার থেকে যাত্রাবাড়ী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এবং সেখান থেকে আমুলিয়া মডেল টাউনের পাশের সড়ক দিয়ে বনশ্রী হয়ে রামপুরা যাবে। সেখান থেকে চক্রাকার বাসগুলো মগবাজার পর্যন্ত চলাচল করবে। তবে পরবর্তীতে নগরবাসীর প্রয়োজনীয়তা দেখা দিলে মগবাজার থেকে সদরঘাট পর্যন্ত বাস চালু করা হবে।
ডিএসসিসি মেয়র বলেন, রাজধানীর বাসরুটগুলোকে ২২টি রুটে নিয়ে আসা এবং সব কোম্পানিকে ছয়টি কোম্পানিতে রূপান্তরিত করার পাইলট কার্যক্রম দ্রুতই দৃশ্যমান হবে।
তিনি বলেন, প্রথমে বছিলার ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ২৭টি রুটকে একটি রুটে রূপান্তরিত করে একই রঙের বাস চলাচল করবে। আর এসব বাস একটি কোম্পানির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে যেসব বাস রয়েছে, সেগুলোকে ঠিকঠাক করে চালানো হবে। পরবর্তীতে বাস মালিকদের ৪-৫ ভাগ সুদে ঋণ দিয়ে নতুন বাস নামানোর ব্যবস্থা করা হবে। আর এ সড়ককে মডেল সড়ক নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করা হবে।
রিকশা উচ্ছেদ অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, দেশ উন্নত হচ্ছে। এ অবস্থায় রাজধানী ঢাকারও উন্নয়ন হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি নগরবাসীর সুবিধা বাড়াতে এবং দুর্ভোগ লাগব করতে।
এজন্য এ উদ্যোগ বাস্তবায়ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত কমিটির আহবায়ক মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দশম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, কমিটির সদস্য সচিব ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিবহন বিশেষজ্ঞ ড. সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
কালের আলো/এনএল/এমএইচএ