ধান সংগ্রহে অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবেনা : খাদ্যমন্ত্রী
প্রকাশিতঃ 7:08 pm | July 07, 2019

কালের আলো প্রতিবেদক:
ধান সংগ্রহে কোন প্রকার অনিয়ম, দুর্ণীতি ও স্বজনপ্রীতি বরদাস্ত করা হবেনা বলে খাদ্য ও গুদাম কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিঁয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
তিনি বলেছেন, গুদামে সরকারীভাবে ধান সংগ্রহে কোন প্রকার অনিয়ম, দুর্ণীতি ও স্বজনপ্রীতি বরদাস্ত করা হবেনা। প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কিনতে হবে।
রোববার(৭ জুলাই) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন,ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রথম দফায় দেড় লাখ মেট্রিক টন, পরে আরও আড়াই লাখ মেট্রিক টন ধান কেনার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও বাজারে প্রভাব না পড়লে প্রয়োজনে আরও ধান কেনার পরিকল্পনা আছে। তবে কৃষি দপ্তর থেকে সঠিক সময়ে তালিকা না পাওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী ধান সংগ্রহ অভিযানে কিছুটা বিঘ্ন ঘটছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সারা দেশে ধান ক্রয় কার্যক্রম সন্তোষজনক নয়। এখন পর্যন্ত প্রথম দফায় ঘোষিত দেড় লাখ মেট্রিক টন ধান ক্রয় কার্যক্রমই সম্পন্ন হয়নি। কৃষি দপ্তর থেকে সঠিক সময়ে কৃষকদের তালিকা না পাওয়ায় ও গুদামে জায়গা সংকটের কারণে ধান সংগ্রহ কার্যক্রম গতি পাচ্ছে না। তবে যেসব গুদামে জায়গার সংকট নেই, সেখানে সাত দিনের মধ্যে প্রথম দফার ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, এ বছর সম্পূর্ণ দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত থেকে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এবার ধান সংগ্রহের ক্ষেত্রে শতভাগ না হলেও ৯০ ভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।
এসময় নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এনএ/এমএম